বিতর্কে দর্শন আর ব্রহ্মবাদ
পাবো এবার সমাপ্তির স্বাদ।
ব্রহ্মবাদে অন্ধ ঈশ্বর বিশ্বাস
দর্শন যুক্তি-তর্কে নেয় শ্বাস।


দর্শনের জনক মহর্ষি কনাদ
পেয়েছিল ধারণায় পরমাণুর স্বাদ।
দর্শন জ্ঞান বিজ্ঞানের জনক
নাড়িয়ে দিয়েছে সৃষ্টির টনক।


বন্ধ হউক ঈশ্বর আলোচনা
ভ্যাটিকান পপের সেই ধারণা।
ঈশ্বরের অস্তিত্ব মানেনি চার্বাক
ভাববাদীরা সেদিন হয়েছিল অবাক।


বস্তুবাদের প্রমাণ ক্রমে আসছে হাতে
জেমস ওয়েব দূরবীন দিল সাড়া তাতে।
তেরোশো কোটি বছর আগের ছবি
ধরল তুলে জেমস ওয়েবের রবি।


এই বিজ্ঞানীদের তাইতো বিশ্বাস
শীঘ্রই সৃষ্টিতত্ত্বের মিলবে আশ্বাস।
কঠিন পরিশ্রমের পাবে ফল
আর স্বচ্ছ হবে ঘোলা জল।


এক লক্ষ ছিয়াশি হাজার মাইল
ওই সেকেন্ডে আলোর গতি,
আর সত্তরকোটি যেতে পারেলেই
ধরা দেবে সৃষ্টির আদি।


পোপ, ব্রাহ্মণ আর মৌলবী
মত মতান্তরের কত ছবি;
এবার হয়তো মিলিয়ে যাবে
জেমস ওয়েবের সেটাই দাবী।


থাকবে না আর  হিংসা দ্বেষ
মুছে যাবে মতান্তরের রেশ।
বিজ্ঞানের সেই বিশেষ জ্ঞান
করবে মানুষকে চেতন দান।


৩০শে আষাঢ়, ১৪২৯,
ইং ১৫/০৭/২০২২,
শুক্রবার রাত ১১:৪২। ১৭৪১, ১৬/০৭/২০২২।