আজলা ভরে খাচ্ছিল জল
সেই পুরানো মানুষজন;
আনন্দ পেতো তাতেই তাঁরা
ভরতো ওদের মনঃপ্রাণ।


দর্শন ছেড়ে বিজ্ঞানের কথা
আমরা যদি ভাবি;
পায়ের শিকল খুলতে গিয়ে
খুঁজি তালার চাবি।


ওই অল্প সংখ্যক কষ্ট করে
যুক্তির পথে চলতে;
বাকীরা মিথ্যায় আনন্দ পায়
কষ্ট সত্য বলতে।


যুক্তিতর্ক বিজ্ঞানের কথা
ভাবতে কষ্ট হয়;
চায়না নিতে সবাই ঝুঁকি
শুধুই কষ্টের ভয়।


গা ভাসিয়ে স্রোতের জলে
কি আনন্দ পাই?
অথৈ জলে ডুবতে দেখলে
খরকুটায় নেই ঠাঁই।


দর্শন আনে ভাবনা মনে
বিজ্ঞান প্রমান দেয়;
সব দুঃখকষ্ট জয় করে
বিজ্ঞান সম্মুখপানে ধায়।


২১শে মাঘ, ১৪২৯,
ইং  ০৫/০২/২০২৩,
রবিবার বেলা ১১:৪২। ১৯১১, ০৭/০২/২০২৩।