যখন তোমরা কথা বলো
      অবাক হয়ে ভাবি;
মিথ্যাচারের এ কোন রূপ
    দেখি অমানুষের ছবি।


সত্যের প্রতীক বলো তোমরা
       ভাবতে লজ্জা হয়;
মানুষ বলে দাবি করছো
      এ কোন চেতনায়?


ক্ষমতা আর অর্থের জোর
      থাকবে না চিরদিন;
পারবেনা শোধ করতে তাহা
       এই জনতার ঋণ।


হয়ে ঋণের দায়ে জর্জরিত
       আসবে জরা দেহে;
চোখের জলে ভাসবে বক্ষ
       হয়তো অন্য মোহে।


রইবে না আর ভাবার সময়
      বন্ধ গৃহে বসে;
ভোগ লালসার স্মৃতিগুলো
       মারবে চাবুক কষে।


ছোট্ট জীবন, ছোট্ট সময় ,
       অনন্ত এই বিশ্ব;
প্রকৃতির কাছে নিত্য শিখি
       আমরা তাহার শিষ্য।


১২ ই শ্রাবণ, ১৪২৯,
ইং   ২৯/০৭/২০২২,
শুক্রবার রাত ১০:৫২। ১৭৫৬, ৩০/০৭/২০২২।