আজ যারে আমরা ছোট্ট দেখছি,
      কাল সে হবে বড়;
বসন্তের শেষে আসবে ভেসে কাল বৈশাখী,
               ভীষণ হাওয়া ঝড়।


ক্ষুদ্র সে তো রুদ্র রূপে,
              আসতে পারে হেথা;
প্রেমের দোলায় হিংসা কেন?
              আনছো বয়ে বৃথা।


ছোট্ট বলে- অবজ্ঞা করে,
         রেখোনা-আর সরায়ে দূরে;
প্রকৃতিরই নিয়ম মেনে,
         ছোট্টই আসবে সামনে ঘুরে।


বাগানের ঐ ফুলের কুঁড়ি,
           একদিন ফুটবে হয়ে ফুল;
সৌন্দর্যে প্রাণ মাতাবে,
         সৌরভে মানুষ হবে আকুল।


অবাক বিস্ময়ে হতবাক হবে,
                দেখে নব সৃষ্টিরে;
ধন্য মানিবে অনুপম সেই-
                 প্রকৃতির দৃষ্টিরে।


১২ই বৈশাখ, ১৪২৪,
ইং ২৬/০৪/২০১৭,
বুধবার, বেলা ১১টা।