শাসন যদি শোষণ হয়  
তাহলেই দুঃখ  হয়;
জীবন পথে চলতে গিয়ে
মানুষের এটাই ভয়।


ভাঙলে পায়া সিংহাসনের
দায় সব জনগণের?
অবাক হই দেখে এসব
এধ্বনি কোন গানের?


আসছে নেমে কোন ছায়া
প্রভাতেই অস্ত বেলা?
ভাবতে গিয়ে থেমে যাই
এটা কি মরণ খেলা?


চেতনা বোধ শিক্ষার আলো
বুঝি সব হারালো;
কেমন করে মিলবে তাহা
সবাইকে ভাবতে বলো।


সঠিক ভাবনার বাস্তব রূপ
পেলেই জ্বলবে ধুপ;
মুক্তি পাবো আমরা সবাই
এটাই চেতনার রূপ।


২৫ শে ফাল্গুন,১৪২৯,
ইং ১০/০৩/২০২৩,
শুক্রবার সকাল১০:০৭।  ১৯৪৩, ১১/০৩/২০২৩।