চক্রবুহ  
        চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক)


স্বার্থে যদি চক্র থাকে
তবেই বন্ধুর গলা কাটে;
আর অকম্মরা কম্মে মাতে
তখন ভাগাড়েও ফুল ফোটে।


যারা ছিল দিন ভিখারী
এখন তারা ঘরে বসে,
কালো টাকার মালিক হয়ে
বানিয়েছে ঝাচকচকে ধবলগিরি।


যারা মধ্যবিত্ত কিংবা গরিব
ছিল সমাজের সত্যের প্রতিক
হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে
পায়নি খুঁজে সঠিক দিক।


অর্থ যোগান নাই বাজারে
চলবে তাঁরা কেমন করে?
সকল অর্থ বুঝি জমা হল
ওই দেশদ্রোহির চক্রব্যূহে।


শাসক শোষক সবাই মিলে
চুষছে রক্ত এই সমাজের;
সৎ ভালো যারা ছিল
তাঁরাও বুঝি হারিয়ে গেল।


৪টা ভাদ্র, ১৪২৯,
ইং  ২১/০৮/২০২২,
রবিবার রাত ১১:১৫। ১৭৮৬, ০১/০৯/২০২২।