না চাইলেও বয়স বেড়ে যাবে
       থেমে থাকবে না
ছোট সময়ের সেই যে  আদর
         আমরা পাবো না।


স্মৃতির পাতায় সব চলে যায়
         প্রতিদিনের কথা;
ঘুরিয়ে ফিরিয়ে সেই স্মৃতি খুঁজি
           লাগে প্রাণে ব্যথা।


মাকে ছাড়া বাঁচে না সন্তান
           তবুও বাঁচতে হয়;
আজ আমরাও সেই মা বাবা
      আছে ছাড়াছাড়ির ভয়।


সেই ভাবনার চয়ন কাব্য এটা
      ওই বাস্তবতায় ভরা;
কেবল বুঝতে পারে শুধুই তাঁরা
        বৃদ্ধ বয়সে যারা।


১০ ই শ্রাবণ, ১৪২৯,
ইং ২৭/০৭/২০২২,
বুধবার বেলা ১১:৫১।
১৭৫৪, ২৯/০৭/২০২২।