শরীরে ব্যথা হলে-ছুটে যাই ডাক্তার কিংবা বদ্যির কাছে, ওষুধ খাই উপোষ যাই-উপোসম হয় ক্ষনিক তরে। আর মনের ব্যথা? কখনও হয় অর্থাভাবে, নয় তো ভালবাসার তরে। এক সময় অর্থাভাব ও কেটে যায় কিন্তু ভালবাসার অভাব কাটানো দায়। তাই শত অসুবিধা সত্ত্বেও ছুটে যাই আপনজনদের কাছে ভালবাসা পেতে। ভিক্ষার ঝোলা লয়ে। এই বৃদ্ধ বয়সেও কত বার ছুটে গেছি মায়ের কাছে ক্ষনিকেরতরে তাঁর কোলে আশ্রয় পেতে। মা স্নেহভরে আমার মাথা বুকে লয়ে হাত বুলিয়ে দিয়েছে আদর করে, ভুলে গেছি বুকের ব্যথা মায়ের পরশে। আহা..! কি শান্তি মনে হতো, যেন আমার হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে পেয়েছি মায়ের কোলে। ব্যথা তুমি পালিয়ে গেলে মায়ের ছোঁয়ায়? ধরনীর পরে  যত ব্যথাই আসুকনা কেন মানূষে যেন ভালবাসা না হারায়। বর্তমানে আমার কোমর ব্যথা, গলায় ব্যথা হয়তোবা ভর্তি হতে হবে নার্সিংহোমে কিংবা হাসপাতালে পরীক্ষানীরিক্ষা হবে, চিকিৎসা চলবে তারপর মিলবে ছুটি ফিরে যাব বাড়ী নয়তো সেই সুদুরে দেব পাড়ি। তবু মনে হবে, যেন ভালবাসা না যায় আমায় ছেড়ে।


২রা শ্রাবন, ১৪২৪,
ইং ১৮/০৭/২০১৭,