বুদ্ধিজীবী
         চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক)


বুদ্ধির জোরে মঙ্গলে ভরে
    সমাজ জাতির জীবন;
আনন্দ হিল্লালে ভ্রমর উড়ে
      দেখো চকিতে মৌবন।


দেশ ও দশের পরিবর্তন ঘটাতে
      সহসা পারেনা কেউ;
বুদ্ধির জোরে, ভাবনার জোরে ,
        তুলতে পারে ঢেউ।


মনের পরিবর্তন, ভাবনার পরিবর্তন,
           করতে পারা কঠিন ;
সেই চেতনায়, বিবেকের বেদনায়
           থাকে  মানুষের ঋণ।


ঋণের  দায় মানুষকে ডুবায়
        গভীর ভাবনার অতলে;
তাইতো মনি মুক্তা উঠে আসে    
       চেতনার ছড়ানো জালে।


বুদ্ধিজীবী আমরা তাঁদের বলি
     যারা সঠিক ভাবনা ভাবে;
ব্যক্তি স্বার্থ আর দলের দাসত্ব
         ওই সবই তাঁরা ছাড়ে।


সবার ভালো,  সবার মন্দ,
   আপন করতে পারলে;
মুক্তির আলো পাবেই তাঁরা
     চেতন শক্তির বলে।


১১ই  ভাদ্র, ১৪২৯,
ইং ২৮/০৮/২০২২,
রবিবার বেলা ১২:১৪। ১৭৮৭, ০২/০৯/২০২২।