বলি-কুরবানী হোক হিংসা-দ্বেষের
নয় তাহা এই জীবের;
মুক্তি পেতে বলি কুরবানী হউক
তমোশিত ওই মনের।


অতীতের সেই বলি কুরবানী
সবই ব্যক্তি স্বার্থে হত;
বন্যযুগ, লৌহযুগ, পেরিয়ে এসেও
কেন বাঁচবনা মানুষের মত?


ধর্মের নামে উৎসবে দেখি
সেই বলি কুরবানী নিয়ে;
ছোটরা বলো কি শিখিবে
এমন মুক্ত উৎসব দিয়ে?


হিন্দুরা বলে এক কোপে কাটো
মুসলিমের আড়াই প্যাঁচে জবাই;
কাঁপিবে কি হাত আর তাদের?
সবারে নিরিবিলি একটু ভাবাই।


দূরে রাখো সবাই ছোটদের তাই
ধর্মীয় হত্যা লীলা হতে;
ভালো মন নিয়ে বাঁচতে দাও ওদের
মানবতা আর মনুষ্যত্বের মতে।


মাতা পিতা হয়ে দায় রয়ে যায়
ওই প্রজন্মান্তরের জন্য;
সব দায় এসে মাতাপিতার পরে
যদি সন্তানরা হয় বন্য।


২৭ শে ভাদ্র, ১৪২৯,
ইং ১৩/০৯/২০২২।
মঙ্গলবার সকাল ৭:০১। ১৭৯৭, ১৬/০৯/২০২২।