ওই টিভি সিরিয়াল দিয়ে
মানুষকে বিপথে চালিত করা;
জনগণের স্বার্থ ছেড়ে ধান্দাবাজির
রাজনীতির বর্তমান আরেক ধারা।


থাকুক মানুষ ঘরে বসে
টিভি সিরিয়ালের নেশায় মেতে;
দুষ্টচক্রী রাজনীতিকরা তাদের স্বার্থে
করবে কাজ দিনে রাতে।


চোর, গুন্ডা, বদমাশ দিয়ে
ভালোর ভাবনা ফেলবে মুছে;
সেই চিন্তা মাথায় নিয়ে
যাচ্ছে তারা তাইতো জুঝে।


জানে না তারা মিথ্যা কারা?
সত্য একদিন আসবে সামনে;
সত্যের চাপে মাথা ঘুরবে
বাজবে বাঁশি তাদের হৃদকম্পনে।


কোথাও ধর্মের নামে বাজায় বাঁশি
কোথাও জাত ধর্মের কত হাসি।
চলে সবই সেই ব্যক্তি স্বার্থে
আর ঘটায় তাহা কালো অর্থে।


আমরা মানুষ কেন মেনে নেই?
বোকা বাক্সের খেলা যে সেই;
বুঝি নির্বোধ হয়ে যাচ্ছে মানুষ
হারিয়ে ফেলছে ভাবনার খেই।


বেহুশের হুশ না ফিরলে
ধ্বংস হবে সবই ধীরে;
তাই সবার ভাবতে হবে
দেশ ও মানুষের কথা ঘিরে।


২৯শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ১৬/১২/২০২২,
শুক্রবার রাত ৯:০৮। ১৮৬২, ২০/১২/২০২২।