ভয়-ভীতি সব নিয়ে এসেছে ঈশ্বর বিশ্বাস
অনন্ত যে কোথায় শেষ জানেনা নিঃশ্বাস।
ছুটে চলি আমরা তবু ওই অসীমের পানে
ছুঁতে চাই প্রান্ত তাঁর প্রাণের ওই গানে।


অন্ধত্ব খোঁজে আলো দেখি বারে বার
আগুনের দহন সহে তাই স্বর্ণকার।
জড় চায় মুক্তি তার ওই জড়া থেকে
আজও মেলে নাই সাড়া ওই তাঁর ডাকে।


অনন্তের পথিক মোরা ছুটিছে জীবন ঘোড়া
কভু একা আবার কভু জোড়া জোড়া।
কভু স্বরে আবার কভু নিঃস্বরে
বসে তিমির আঁধারে ঐ নিস্তব্ধ ঘরে।


ওই যতদিন মিলিবে না আলো
থাকিবে জড়ায়ে সাথে -
সত্য মিথ্যা আর ঐ
ঘন তমসার কালো।


৩০ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১৪/০৬/২০২২,
মঙ্গলবার দুপুর১২:০৫। ১৭৩৪, ০৯/০৭/২০২২।