হারিয়ে গেছে বিশ্ব থেকে
প্রকৃতির পরিবেশ;
মরু শ্মশানে বসে সবাই
ভাবি একোন দেশ।


আপন পরের বিভাজনে
শূন্য বক্ষ আজ;
চিত্তে চেতন শূন্য হয়ে
চালাই আমরা রাজ।


যাহার দানে আমরা ভাস্বর
যাই ভুলে যাই তাঁরে;
কেমন করে প্রকৃতি দিবস
পালন করি ঘরে?


গাছ লাগালেই প্রকৃতি বাঁচবে?
যত্ন করবে কে?
জীব প্রেমের সেই আত্মিক বন্ধন
সৃষ্টি হয়নি যে।


ব্যক্তি স্বার্থে আমরা সবাই
যাই ভুলে যাই সব।
দুঃখের দিনে ওঠে শুধুই
অন্তরের সেই রব।


২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ০৫/০৬/২০২৩,
সোমবার বেলা ১০:৫২। ২০৩০, ০৬/০৬/২০২৩।