দীপনারায়ণ জ্বেলেছে দীপ অন্ধকারে
প্রথম প্রজন্মের পড়ুয়াদের ঘরে;
খোলা রাস্তায় ইস্কুল তার;
শয়ে শয়ে ছাত্র পড়ে।


নাম যে তাঁহার রাস্তার মাস্টার
গ্রামের ঘরের দেয়াল, বোর্ড যে তাঁহার;
ওই প্রান্তিক গরিব মা-বাবারা
সন্তানদের পারেনা দিতে  সঠিক আহার।


নিজে ছিলেন গরিব অতি
ওই জামুরিয়ারও একই মতি;
দায়িত্ব নিল শিক্ষা দিতে
ফিরিয়ে দেবে ঘরে ঘরে আলোর জ্যোতি।


ইউনেস্কো স্বীকৃতি দিল দীপনারায়ণকে
বিশ্বের দশজন শিক্ষকের একজন করে;
এমন সম্মান কয় জন পায়
ব্রত নিয়ে শিক্ষাদানের শুধুই মাত্র গরিবেরে?


আর দেশের শাসক নেতা, নেত্রী
জনগণের সম্পদ চুরি করে পকেট ভরে;
আর এই গরিব মানুষগুলো গরীব হয়েও
গরিবের মাঝে শিক্ষার আলো বিতরণ করে।


এই শাসক শোষক ক্ষমতা লোভী
গণতন্ত্রের নামে ধনতন্ত্রের ধ্বজাধারী;
তাই গরিবরা আজ আরও গরিব
ক্ষমতার উৎস জনগণ বলো-এবার কি করি?


২৬ই কার্তিক,১৪৩০,
ইং ০৩/১১/২০২৩,
শুক্রবার বিকেল ৫:৩০। ২১৭৮, ১৯/২১৭, ০৫/১১/২০২৩।