মাতৃ দিবস স্মরণ ভালো
যদি মাকে ভালোবাসা যায়;
ওই সন্তানদের বড় করে
মা কেন বৃদ্ধাশ্রমে যায়?


বিশ্ব মাতৃ দিবস গৌরবের দিন
বলি নারী মুক্তির কথা;
যখন মাতৃজাতিকে পিষে মারে
ওই সন্তানদের লাগেনা ব্যথা?


চোখের সামনে মাকে ধর্ষণ করে
বড় করুন দৃশ্য এটা;
শাসক ও প্রশাসকরা দৃষ্টি ঘোরায়
দেখি ছলচাতুরির ঘটা।


পুলিশ টানে মায়ের দেহ
ওই রাস্তা দিয়ে জোরে;
বিচার চাইলে লাঠি চালায়
সেই চটি চাটার ঘোরে।


মাতৃ জাতির মান সম্মান
এবার লুটায় দেখি ধরায়;
সিনেমা করে পয়সা কামায়
ওই মায়ের দেহের বিনিময়।


কত ফাইল চমক দেয়
সারা ভারতবর্ষ জুড়ে;
সেন্সর বোর্ডের অনুমতি পায়
কেমনে কিসের জোরে?


মা থাকুক বুকের মাঝে
আমার হৃদয় সিংহাসনে;
চাইনা দেখতে তাঁরে আমি
উলঙ্গ বিনা বসনে।


৩০শে বৈশাখ, ১৪৩০,
ইং  ১৪/০৫/২০২৩,
রবিবার বিকেল ৫:৩০। ২০০৮, ১৫/০৫/২০২৩।