বিশ্ব বিবেক জাগবে না কি?
আসবে না কি খোলা হাওয়া?
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
হবে না কি গান গাওয়া?


আমরা কি আর জাগবো না ভাই
ঘুমিয়ে রবো অচেতনে চিরকাল?
কোন নেশাতে রইবো ডুবে
ছড়িয়ে দিয়ে মায়ার জাল।


মায়া কায়ার এ কোন খেলা
দিনের শেষে ওই অস্তবেলা;
আর দেরি নয় পাবে না সময়
শেষ হবে এই জীবন খেলা।


তাই সময় থাকতে ভাবতে হবে
ঘুমিয়ে থাকলে চলবে না;
এই জীবন বড় ছোট্ট সময়
সুযোগ তুমি আর পাবে না।


লিখতে পারি বলতে পারি
বুঝাতে কেউ আর পারিনা;
চুপটি করে থাকলে পরে
বিবেক মোদের হারাবে না?


২৭ শে মাঘ,১৪২৯,
ইং ১১/০২/২০২৩,
শনিবার সকাল ৮:১৮। ১৯২৭, ২৩/০২/২০২৩।