ওই মন্ত্রমুগ্ধ মনের শান্তি
যাকে বীজমন্ত্র বলি;
তাহাই যখন ছড়িয়ে দেই
ফুলে আসে অলি।


বীজ থেকে গাছ হয়
গাছ থেকে ফুল;
শান্তি হেথায় পরিব্যপ্ত
কোরো নাকো ভুল।


ওই সৌন্দর্য দৃষ্টিনন্দন
সৌরভ প্রাণের কথা;
ঐ দিনান্তে আর নিশান্তে
জীবন তুলনীয় হেথা।


ব্যাপ্ত হেথা চরাচরে
বীজ আর ফুল;
ভাল ফুল ভাল ফল
রাখে জাত কুল।


৬ই আষাঢ়, ১৫৩০,
ইং ২২/০৬/২০২৩,
বৃহস্পতিবার সকল ১০:০১। ২০৫০, ২৬/০৬/২০২৩।