শিক্ষার মান, বাঙালির মান,
সবই গেল জলে;
দেখো স্বশাসিত সংস্থা ওই
ই কমিশনের ফলে।


বন্দুক বোমা লাঠি সোটা
ব্যবহার দুর্বৃত্তরা করে;
তাতেই আজ মদদ যোগায়
ওই চেয়ারের জোরে।


যদি স্বশাসিত সংস্থার প্রধান
দালাল হয়ে যায়;
কে থামাবে মৃত্যুর হিড়িক
এবং রক্ত ক্ষয়?


যাহা ঘটলো পঞ্চায়েত নির্বাচনে
কে নেবে তার দায়?
শুনেছি খুনের শাস্তি ফাঁসি হয়
দায়িত্ব কেমনে এড়ায় তায়?


বিচারকরা দেয় ভুলের শাস্তি
জনগণ মাথা পেতে নেয়;
তবে কেন এতো খুনের শাস্তি
দায়িত্বপ্রাপ্ত পাশ কেটে যায়?


এবার হবে পরীক্ষা বিচারকের
শুনব ন্যায় নীতির কথা;
মূল্য পাবে বিচারকের বোধে
ঐ স্বজন হারানোর ব্যথা।


তুলা দণ্ড হাতে ন্যায়ের প্রতীক
হোক সম্মানিত আজ;
মিথ্যা ছেড়ে ঐ সত্যের জয়ে
শেষ হবে দুর্বৃত্তের রাজ।


শিক্ষার মূল্য বাঙালির মূল্য
আবার আসুক ফিরে
বিচারের বাণী নিভৃতে যেন
আর না কেঁদে মরে।


২২শে আষাঢ়,১৪৩০
ইং ০৮/০৭/২০২৩,
শনিবার বিকেল ৪:৫৮। ২০৬৩, ০৯/০৭/২০২৩।