একজন বিবেকানন্দই আজ বুঝতে পারবে
বর্তমান যুগের পশু বিবেকেরা কি করে গেল?


কেউ পয়সার লোভে কেউ ক্ষমতার লোভে
সকল বিবেক বিক্রি করে দিল;
দিনের শেষে সন্ধ্যা এলে বুঝতে পারবে
জীবন থেকে কি হারিয়ে গেল?


মানুষকে কেউ পশু বলতে পারো কখন বলো?
ওই মনুষ্যত্বের শেষ সীমানা পেরিয়ে গেলে।


চারিদিকে দেখি যাদের দুই পায়ে হেঁটে চলে
তাদের সবাইকে কি সত্যিকারের মানুষ বলে?


সক্রেটিসের সেই মহান কথা স্মরণ করি
যিনি প্রতিকূলে ভাসিয়েছিলেন দর্শনের তরী।


বলেছিলেন সময় এলে শিক্ষিতরা দুঃখ পাবে
ওই শিক্ষিত হওয়ার ফলে;
আর  অশিক্ষিত গরু গাধা বুক ফুলিয়ে গর্ব করবে
শিক্ষা পায় নাই বলে।


আজ বুঝি মিলে গেল ২৪৫০ বছর পরে;
সকল প্রমাণ পাবে খুঁজে দেখো চেয়ে কেন্দ্রে রাজ্যে।


কেউবা বলে, মহার্ঘভাতার জন্য নাকি চাকরি ছাটাই?
ভাবতে কষ্ট হয় পড়াশুনা না করে ডক্টরেট ডিগ্রী চাই।


দেখে ওই জ্ঞান গোম্মি তাই হতেই পারে যমের যম্মী;
ভাবতে বড় কষ্ট হয়। এরা কেমনে দেখায় নিজেরে তন্বী।


দেখে ওদের ভোগ বিলাসের  ওই এত বহর
খানা নর্দমার দুর্গন্ধতে আজ ভরছে শহর।


চুপটি করে বসে আমরা, নাই প্রতিবাদ ছন্নছাড়া
শোষণ যন্ত্র চালিয়ে গেল তেল দিয়ে অচল ঘোড়া।


সেই নীতিবোধের থাকলো না কোন কিছু অবশিষ্ট,
ভবিষ্যতের চোখে  আর কিছুই ভালো হবে না দৃষ্ট।


এমনি করেই ধ্বংস হবে এই ধরার সৃষ্টি,
কঠিন খরায় আর কোনদিন নামবে না বৃষ্টি।


১লা জ্যেষ্ঠ, ১৪৩০
ইং  ১৬/০৫/২০২৩,
মঙ্গলবার বেলা ১:১৬। ২০১১, ১৮/০৫/২০২৩।