ন্যায়-অন্যায়, ভাল-মন্দ,
যুগল বন্দি আনে ছন্দ ।
                ধ্যানজ্ঞাণ, আর মনোবিজ্ঞান,
             মানুষকে জাগায়, করে স্বজ্ঞান।
সাধনাভজনা, বিচার বিবেচনা,
সৃষ্টিতে আনে চিন্তা চেতনা ।
              অন্তর্মাধুর্য-আত্মদর্শণ, দিব্যদৃষ্টি,
                  আনন্দে ভাসে নবীণ সৃষ্টি।
আচার ব্যবহার, হার্দিক অভিলাষ,
সে তো অন্তর্দৃস্টির একান্ত প্রকাশ।
          ছলাকলা, সম্মোহন, রিপুর তাড়নায়,
              থাকে মন্দের সাথে শিরায় শিরায়।
বিলাস, বৈভব, লোভ, লালসা ,
স্বভাব চরিত্রের, সেই তো ভরসা ।
          মানব প্রকৃতির–অনাসক্তি,অনভিলাষ,
                 বিবেকের সেই তো বহিঃপ্রকাশ।
দোনো-মনো আর দুরাকাঙ্ক্ষা ,
বিবেকহীনের তাই তো শঙ্কা ।
            সংযম, নিয়ন্ত্রন, মন্ত্রমুগ্ধ শোক নিবৃত্তে ,
              দুঃখ কষ্ট সব সয়ে যায়, প্রসন্ন চিত্তে।  
  
“চিত্ত রঞ্জন সরকার”
২৭শে বৈশাখ ১৪২৩,
ইং ১০/০৫/২০১৬,
মঙ্গলবার সকাল ৯টা।