ওই ভূত-পেত্নীর হইহুল্লোড়
নিত্য যাচ্ছে বেড়ে;
একটা গেলে অপরটা যে
চাপে এসে ঘাড়ে।


মনে হচ্ছে অনেক ভুত
হয়তো বিদায় হল;
রাত পোহালে হেথা এসে
হচ্ছে আবার জড়ো।


কোন ভূত দাঁত খিচোয়
কেউবা চায় মাপ;
পাপের ফল ভুগতে হবে
ছাড় পাবেনা বাপ।


বাপের বাপ হেথায় আছে
যাও কেন ভুলে?
কোথায় আর লুকিয়ে রবে?
নেবেই নেবে তুলে।


২১ শে  ফাল্গুন, ১৪২৯,
ইং  ০৬/০৩/২০২৩,
সোমবার বেলা ৯:২৬। ১৯৪১, ০৯/০৩/২০২৩।