মৃত্যুর কাছে কিছু সময়
ওই ভিক্ষা মেগে জীবন;
প্রাণ কি তাহা বুঝতে পারে
চেতনায় না করলে অনুধাবন?


সুখ দুঃখে, হাসি কান্নায়,
দেখি চলে কত খেলা;
হিংসা দ্বেষে আপন পরে
শুধুই নানান কথা বলা।


কিসের দুঃখ? কিসের সুখ?
নিয়ে ঋণের বোঝা মাথায়;
যায় কি পাওয়া সেই আনন্দ
শুধুই প্রাণ ভুলানো কথায়?


২ রা আশ্বিন '১৪২৯'
ইং ১৯/০৯/২০২২'
সোমবার রাত ১২:২৩। ১৮০১, ২০/০৯/২০২২।