ভাষা বাংলা আর বাঙালি
একাত্ম হতে পেরেছে কি?
কলম আর কালির মতন
রক্তের মূল্যটা আজও বোঝেনি।


খেলার খেলনাটা বেলনার বেলনীটা
একসাথে না হলে হবে কি?
মানবতা ছেড়ে মানুষটা নিয়ে
সমাজটা গড়া যাবে কি?


একুশে ফেব্রুয়ারী জাগে বুকে ব্যথা
রক্ত গোলাপে রক্তের ছোঁয়া;
শহীদ মিনারে ওই পরশি তাঁহারে
অনুভবে পুনঃ ফিরে পাওয়া।


বিবেকের চেতনা প্রাণের বেদনা
ওই পরানে পরান রাখি;
সেই জ্ঞান বিজ্ঞান ওগো গুণীজন
আছো দাঁড়ায়ে বল কি শিখি?


জীবনের সাথে জীবন মিলায়ে
বাংলার সাথে বাঙালিকে নিয়ে;
নতুন করে আজ ভাবো সবে ভাবো
কি হবে বাঙালির ভাষা দিয়ে?


আজ আমাদের বড় প্রয়োজন
ওই ভাষা ও বাঙালির জীবন;
সমাজের সব ভেদাভেদ ভুলে
করে নিতে হবে আত্মার আপন।


২ রা মাঘ, ১৪২৯,
ইং  ১৫/০২/২০২৩,
বুধবার রাত ১১:৫১। ১৯২০, ১৬/০২/২০২৩।