জীবনের ইতিহাস ভাবনার ইতিহাস
ইতিহাস অতীতকে নিয়ে;
কালের আবর্তনে ভাবনার বিবর্তনে
সাজানো তাহাই দিয়ে।


কেউ পারেনা ধ্বংস করতে
পরম সত্যের অতীত;
মানে না যারা সেই ইতিহাস
সমাজে তারাই পতিত।


ওই জন্মধারা শিখায় তাহা
চিনতে হবে পূর্বপুরুষ;
উত্তর পুরুষ এবার ভাবুক
ওরা নয় তো কাপুরুষ।


খ্যাত হিমালয়ের পাদদেশে
যে সৃষ্ট বালুচর;
সবুজ শ্যামল ঘাসে ভরে দিল
তরাই উতরাই তার।


ওই নতুন সৃষ্টি নতুন দৃষ্টি
সৃষ্টি করল নতুন কৃষ্টি;
প্রকৃতির গভীর ভালোবাসায়
নামল বুঝি স্বপ্নের বৃষ্টি।


নানান রূপে নানান ভাবে
এ কোন নানান দৃশ্যপট;
বৈচিত্রের এক সফল ভূমি
এই সবুজ শ্যামল তট।


কেউবা এলো গিরিপথ ধরে
কেউবা এলো জাহাজে চড়ে।
অনন্ত জীবনের তরে বাঁধিল ঘর
এই সেই ভারতবর্ষ সেই বালুচর!


জন্ম জন্মান্তরের কঠিন চেষ্টায়
সৃষ্টির শ্রেষ্ঠ পৌঁছালো হেথায়;
কত রক্ত ঝরা, কত আপন করা
হলো ইতিহাস গান ও গাথায়।


সময় কালের ওই প্রেক্ষাপটে
আজ খন্ডিত সেই মায়;
এসে এই কঠিন সময় কালে
কে নেবে তার দায়?


আমাদের মত, আমাদের পথ,
শুধুই আমাদের সৃষ্টি করা;
হিংসা বিদ্বেষে বিভেদে বিভেদে
ধ্বংসের পথে এই ধরা।


ক্ষমতার জোরে শাসন করে
কেউ বছরের পর বছর;
তার দর্শন আর তার মতবাদ
ওই থাকে জুড়ে আসর।


সৃষ্টির দৃষ্টি, রূপান্তরিত কৃষ্টি
চলছে নিয়ে সেই ধারা;
কেউ মানে, কেউ মানে না
হয় পক্ষে-বিপক্ষে তারা।


ফলে মিত্র শত্রু হয়
দ্বন্দ্ব ক্রমে বেড়ে যায়;
সময়ের প্রেক্ষাপটে তাকেই
এই জগতে যুদ্ধ কয়।


সত্য কোথায়? সত্য হেথায়,
দেখো চেয়ে আদির দিকে;
ওই ইতিহাস না দেখলে পরে
যাবে হয়ে সবই ফিকে।


ছিল না ধর্ম ছিল না বর্ণ
ছিল মানুষরূপী প্রাণী;
বাঁচার তাগিদে হাতে হাত ধরে
ক্রমে সৃষ্টি হলো শ্রেণী।


শুরু হলো প্রস্তর যুগ
৭০০০০ থেকে ৩৩০০ খ্রিস্টপূর্ব;
মেহেরগড় ৭০০০ থেকে ৩৩০০ ছিল গর্ব


তারপর সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো
৩৩০০ থেকে ১৭০০ খ্রিস্টপূর্ব;
হরপ্পা সংস্কৃতি শেষ  হলো
১৭০০ থেকে  ১৩০০ র পর্ব।


বৈদিক যুগ ছিল বেদভিত্তিক
১৫০০ থেকে ঐ ৫০০ খ্রিস্টপূর্ব;
১২০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্ব
ঘুরে এলো লৌহ যুগ পর্ব।


তারপর ষোড়শ মহাজনপদ
৭০০ থেকে ৩০০ খ্রিস্টপূূর্ব পর্যন্ত;
আর ৫৪৫ থেকে ৩২১ মগধ সাম্রাজ্য।


মৌর্য সাম্রাজ্যের শুরু
৩২১ থেকে ১৮৪ খ্রিস্টপূর্ব
২৫০ থেকে ২৩০ খ্রিস্টপূর্ব
মধ্যকালীন সাম্রাজ্য এই ভূখণ্ডের গর্ব।


*********************
২৩০ খ্রিস্টপূর্ব থেকে
সাতবাহন সাম্রাজ্যের শুরু
আর ৬০ খ্রিস্টাব্দে শেষ
মানুষের কুঁচকে যাবে না ভুরু?
*************************


৬০ থেকে ২৪০ খ্রিষ্টাব্দ
কুষান সাম্রাজ্য চলে;
২৮০ থেকে ৫৫০ খ্রিষ্টাব্দকে
গুপ্ত সাম্রাজ্য বলে।


তারপর এলো পাল সাম্রাজ্য
৭৫০ থেকে ১১৭৪ খ্রিষ্টাব্দ;
এরই মধ্যে ছিল সাম্রাজ্য রাষ্ট্রকূট
৭৫০ থেকে ৯৮২ খ্রিষ্টাব্দ।


**********ইসলামের ভারত*******
সুলতানি আমল   ১২০৬  থেকে ১৫৯৬ খ্রিষ্টাব্দ


তারই মধ্যে দিল্লির সুলতানা ১২০৬ থেকে  ১৫২৬ খ্রিষ্টাব্দ
দাক্ষিণাত্যের সুলতান  ১৪৯০ থেকে  ১৫৯৬ খ্রিষ্টাব্দ।


হৈসল সাম্রাজ্য ১০৪০ থেকে ১৩৪৬ খ্রিষ্টাব্দ,
কাকতীয় সাম্রাজ্য ১০৮০ থেকে ১৩২০ খ্রিষ্টাব্দ,
আহমণ সাম্রাজ্য  ১২২৮ থেকে ১৮২৬ খ্রিষ্টাব্দ,
বিজয় নগর সাম্রাজ্য ১৩৩৬ থেকে ১৬৪৬ খ্রিষ্টাব্দ,
মুঘল সাম্রাজ্যের শুরু ১৫২৬ থেকে ১৮৫৮ খ্রিষ্টাব্দ
মারাঠা সাম্রাজ্য  ১৬৭৪ থেকে ১৮১৮ খ্রিষ্টাব্দ
শিখ রাষ্ট্র               ১৭১৬ থেকে ১৮৪৯ খ্রিষ্টাব্দ
তারপর শুরু ব্রিটিশ সাম্রাজ্য
এবং ভারতের স্বাধীনতা
১৮৫৮ থেকে  ১৯৪৭ খ্রিষ্টাব্দ


স্বাধীনতার সাথে  দেশভাগ
শুধুই ক্ষমতার লড়াই
কেউ বলে জহরলাল মুসলিম থেকে হিন্দু হয়ে
হিন্দুস্থানের ভার নিলো
আর মোহাম্মাদ আলী জিন্না
হিন্দু থেকে মুসলমান হয়ে
পাকিস্তানের জাতির পিতা হল।


জিন্নাহর পিতা পুঞ্জ লাল ঠাক্কর
গুজরাটের গোন্ডাল রাজ্যের
পানেলি মতি গ্রামের বানিয়া উপজাতি
লোহানা জাতির ছিল।


পিতামহ প্রেমজি ভাইর  বংশধরেরা
কেউ মুসলিম হলো, কেউ  হিন্দু রয়ে গেল
এইতো আমরা এই ভূখণ্ডের মানুষ
শুধুই বড়াই করে মরি।


কেউ নই মোরা, কাউকে ছাড়া,
এসো আত্মার বাঁধনে বাঁধি;
আর বুকে বুকে বুক লাগিয়ে
ভুল ত্রুটির জন্য বুক ভাসিয়ে কাঁদি।


ইতিহাসটা কঠিন সত্য
ধর্ম মতের নামে মেনে নিতে ভয় পাই;
তবুও তো আমরা মানুষ
মনুষ্যত্বকে কাঁধে নিয়ে বয়ে বেড়াই।


২৫ শে  শ্রাবণ, ১৪২৯,
ইং ১১/০৮/২০২২,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১৭৬৮, ১২/০৮/২০২২।