শাসক বুঝি দেশের নয়
জনগণ তাই কষ্ট পায়
      আমরা বুঝবো তাহা কবে?
ছিল দালাল, আজও দালাল,
চলছে ছক করতে হালাল
      আমাদের চেতনা কি হবে?


ওই বিরোধী শূন্য মনোভাব
        দেখো চলছে দাদা দিদির;
যুক্তি তর্কের ধার ধারে না
    গোপনে করছে অনেক ফিকির।


মিথ্যা কথায় ভুলিয়ে রেখে
               ছড়ায় স্বপ্নের বড় জাল;
পুরছে জেলে প্রতিবাদী কন্ঠ
      এটাই ওদের সংগীতের তাল।


ওঠো জাগো ও জনগণ
                থেকো না ঘুমিয়ে আর
আসছে ধেয়ে কালবৈশাখী
               নাই সময় আর ভাবার।


কঠিন লড়াই লড়তেই হবে
             তাই থাকতে হবে জেগে;
ভাবো বন্ধু ভাবো সবাই
              ওই চিত্তে চেতন মেগে।


২২ শে আষাঢ়, ১৪২৯,
ইং ০৭/০৭/২০২২,
বৃহস্পতিবার সকাল ৭:৪৬। ১৭৬৭, ১১/০৮/২০২২।