ব্যথার ব্যথী আপন করে,
        সাপটে ধরে হৃদয় ওরে;
ছাড়ব তারে কেমন করে,
         বিজন পথে ঐ সুদুরে।


ও যে আমার সাথের সাথি,
               হৃদ আকাশে;
আলো-আঁধারে জেগে ওঠে,
               সেই অলখে।


সব হারানোর হারার সুরে,
       শুনতে যে পাই ঐ সুদুরে;
তাই তো ভাবি-
সুখের সাথে দুঃখ যদি নাই বা থাকে,
তবে দূঃখের পরে আনন্দটা কেমনে পাবে?


জন্মের পরে মৃত্যু যেমন আসবে ওরে;
নিয়ে যাবে আদর করে, হাতটা ধরে।  


১৯শে শ্রাবণ, ১৪২৪,
ইং ০৫/০৮/২০১৭,