বেলা শেষে এ কোন বেশে
চললে হেসে ঐ খাটে বসে
                 ডাকছে বুঝি সেই বাঁশরী;
দাঁড়ায়ে ঘাটের পথে খেয়াতরী
নেবে খালি তরী তোমায় ভরি
                    হাত বাড়ায় আদর করি।


কথায় কথায় বুঝি গেল বেলা
শেষ করে ওই সকল খেলা
            এবার নামলো ছায়া ধরণীতে;
দিনের আলো আঁধার হলো
খেলার বেলা চলে গেলো
          আর আসবে না কেউ সরণিতে।


সেই বরণডালা কেউ নেবে না
আর উলুধ্বনি  কেউ দেবে না
                      অতীত তুমি অতীত হবে;
চোখের জল যতই ফেলো
দুঃখের খেলা যতই খেলো
                     আঁচল দিয়ে কে মোছাবে?


২৫ শে বৈশাখ, ১৪৩০২
ইং ০৯/০৫/২০২৩,
মঙ্গলবার সকাল  ১০:০৭।: ২০০৬, ১৩/০৫/২০২৩।