কালোয় কালোয় মিশে কালো
আঁধার ঘরে জ্বলে আলো।
এমনি করেই রাত্রি শেষে
পূব দিশাতে ফোটে আলো।


অচেতন থেকে অর্ধ চেতন
চেতনার আলো ফোটে ক্রমে;
আমরা থাকি সেই আশাতে
ডুবে যেওনা নিরাশায় ভ্রমে।


আঁধার যদি আসে নেমে
পেওনা ভয় কোন ক্রমে।
আলোর দিশা পাবেই তুমি
এই যে মোদের বঙ্গভূমি।


ঢেলেছে রক্ত বীর শহীদরা
দেশের বড় সংকটকালে;
বীরের জাতি আমরা সবাই
ওই বিশ্বসভা তাই তো বলে।


২১শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং  ০৮/১২/২০২৩,
শুক্রবার রাত ১১:১৫। ২২২৪, ২০/০৬, ২১/১২/২০২৩।