বেআব্রু তো হতেই হবে
ওই সেই সত্যের কাছে;
মিথ্যা দিয়ে যায় না ঢাকা
দিনের পরে দিন আসে।


যারা ভাবে এটাই সত্য
আসবে ফিরে নিত্য নিত্য;
মূর্খের স্বর্গে থাকে তাঁরা
আচার যেন এক ভৃত্য।


সূর্য উঠে অস্ত যায়
নয় এটা কারোর দায়;
জন্ম মৃত্যুর এই প্রবাহ
সবটাই এই প্রকৃতি বয়।


কেউ শ্মশানে কেউ কবরে
কেউ অপেক্ষায় দেহ দানে;
আব্রু আর থাকবে না তো
ভাবো একবার মনে মনে।


সত্যই যে সেই সনাতন
চেতনায় চলে কঠিন রণ
করতে পারলে মাথা নত
আলোর দিশা পাবে মন।


২৬ শে ফাল্গুন,১৪২৯,
ইং ১১/০৩/২০২৩,
শনিবার সকাল ৯:৩৫। ১৯৪৬, ১৪/০৩/২০২৩।