বাংলা বাঙালির ভাষা, মোদের আশা,
      সে যে মোদের মায়ের ভাষা।
মহাবিশ্ব যেন স্মরণ করে,
        আমরা ছিলাম এই ধরাতে;
লিখেছি এই ভাষাতে-
          আমাদের প্রাণের কথা।


উৎসব মুখর এই বাঙালি,
   দূর্গাপূজা ঈদের দিনে,
           হাত ধরেছি আনন্দেতে,
বুকে বুকে জড়িয়ে ধরে,
           পথ চলেছি একসাথেতে।


আমরা কি সব হারিয়ে যাব?
           মৌলবাদের ধ্বজা ধরে;
           এমন করে এই ধরাতে?


আয় না সবে মিলেমিশে,
          জাতি ধর্মের বিভেদ ভুলে;
আনন্দেতে থাকি মোরা,
           জন্মভূমি মায়ের কোলে।


দুদিন পরে যাব মিশে,
মায়ের দেহে শেষের শেষে,
      থাকবে না আর চাওয়া পাওয়া;
এই খানেতে শেষ করে যাই,
হিংসা দ্বেষের পরানটা তাই,
    রইবেনা কঠিন পথে দেওয়া নেওয়া।


মোদের কথা বলবে সবাই,
            গর্ব করে এই ধরাতে।
এই বাঙালি, ঐ বাঙালি,
          সব বাঙালির হৃদয় তারে;
একই সুরে সুরের ধ্বনি,
             বিশ্বজুড়ে বাজবে ওরে।


হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান,
    জন্মভূমি মায়ের সন্তান,
          বিভেদ কেন আনবো মোরা?
সবাই মিলে থাকবো ভাল,
জগৎটাকে করবো আলো,
         আমরা এই বাংলার বাঙালিরা।


২২শে শ্রাবণ, ১৪২৪,
ইং ০৮/০৮/২০১৭,