বাঙালির স্বাধীনতা, বাঙালির মুক্তি
প্রিয় বাঙালির স্বাধীনতার সাহিত্য
সৃষ্টির স্রষ্টা শেখ মুজিবুর রহমান
ওই সবুজে সূর্য যাহার অবদান।


ফিদেল, মাও আর লেলিন, নেতাজি,
এলো এক দেহে সেই একই ভাবনায়;
তাই  করতে পারলেন ওই বিশ্ব জয়
হারিয়ে মানুষের কঠিনতম মৃত্যু ভয়।


উঠলো কবির কণ্ঠে গান মুক্তির বান
ধ্বনিত দেবদুলালের কন্ঠের অবদান;
নজরুল, রবি বাঙালির মুক্তির ছবি
শেখ মুজিবের নেতৃত্বে দিয়েছে শান।


১৯৭১ সালের ৭ই মার্চ বিশ্ব কাঁপানো ভাষণ
অফিস, কাচারি, থাকবে বন্ধ অনির্দিষ্টকাল;
পূর্ব পাকিস্তান আজ থেকে হলো বাংলাদেশ
ভেঙে শৃংখল ছিঁড়ে ফেলো, পরাধীনতার জাল।


এক মুজিব থেকে লক্ষ মুজিবের যাত্রা শুরু
জীবন দিতে রক্ত দিতে বাঙালিরা, ছিল না  ভীরু;
আসবে ঝড় নামবে বৃষ্টি বাজিলো শঙ্খনীনাদ
বিশ্ব শুনেছিল বাঙালির বুকের শব্দ গুরু-গুরু।


কবি সাহিত্যিকদের কলম চলে
ভাবনায় মুক্তিযুদ্ধের স্বপ্ন এলে।
স্বপ্ন বাস্তবে রূপ তাই তো পায়
দেশ জাতির স্বাধীনতার ইশারায়।


১২ই কার্তিক,১৪৩০,
ইং ৩০/১০/২০২৩,
সোমবার সকাল ৯:১৭। ২১৭৫, ১৯/২০৮, ০২/১১/২০২৩।