ওই অনাদরে ফালা-ফালি
ভালো লাগে আদরের গালি।
পড়লেই পাতে  ইলিশ পাতুরি
মা হয়ে যায় ওই শাশুড়ি।


বাঙালির ভাই সেই রসনা
এই জগতে আর পাবে না।
দুধে ভাতে এই বাঙালি
বাংলা ছাড়া সব কাঙালি।


মা বাংলা ভাষা বাংলা
খাবার বেলায় তাই হ্যাংলা।
শ্রেষ্ঠ আমরা তাই আজও
প্রাণ খুলে ভালোবাসায় মজো।


কবির প্রান করে আনচান
কবে আসবে সেই দিন?
মিলবে সবাই ওই ত্রিপুরাতে
এযে আত্মার আত্মীয়র ঋণ।


কবীর হুমায়ুন ভাই
এবং নাজনীন আপা;
আর সকল বাঙালি কবিদের
জানাই শুভেচ্ছা আর ভালোবাসা।


১৯শে আষাঢ়, ১৪৩০,
ইং ০৫/০৭/২০২৩,
বুধবার বেলা ৩:৫০। ২০৬০, ০৬/০৭/২০২৩।