কাঁটা তারের বাঁধন ভেঙে
বাঙালি কবিরা আজ মিলেছে ত্রিপুরায়
স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন
এই সেই আগরতলায়।


প্রেসক্লাব ও মুক্তধারায় বাংলা কবিতা ডট কমের
অনন্য সাধারণ আন্তর্জাতিক কবি সম্মেলন;
এক করে দিয়েছি সকল বাঙালির মন।


সকল ধর্ম জাতের ভেদাভেদ ভুলে
এক হতে এই বাঙালিরাই পারে;
সাম্যবাদের নতুন ভাবনা নতুন চিন্তা
রাখতে হয় ধরে  বিশ্বে কেমন করে।


গুঁড়িয়ে দিয়ে ধর্ম জাতের সব সীমানা
এবার জাগাও বন্ধু সেই চেতনা;
আমরা নতুন বিশ্ব গড়ে দেব
বন্ধনহীন হোক আমাদের সেই সাধনা।


চিনবে বিশ্ব এই বাঙ্গালীদের
আর জানবে সুমধুর এই বাংলা ভাষা
যেমন জেনেছে বাঙ্গালীদের বঙ্গভূমি বাংলাদেশ
মুক্তিযুদ্ধে রেখেছে যাঁরা মহান কীর্তির অনন্য রেশ।


২৯শে শ্রাবণ, ১৪৩০,
ইং  ১৫/০৮/২০২৩
মঙ্গলবার ভোর ৬:২০। ২০১০১, ১৯/০৯, ১৮/০৮/২০২৩।