বাঙালি নিয়েছিল সত্যাপণ
সুন্দর ভাষা মাতৃভাষা
জগতে করতে রূপায়ন।


মধুর ভাষার স্বীকৃতি পেল
জীবন দিয়ে রক্ত দিয়ে
জগত বাঙলাকে চিনে নিল।


শহীদ দিবস ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি
আবার একুশ হল মাতৃভাষা দিবস
বিশ্ব সভা করেছে তাহা জারি।


সম্মানিত হলো বাংলা ভাষা
সেই বাঙ্গালী আজ হিংসা দ্বেষে
ঐতিহ্য হারিয়ে হচ্ছে সর্বনাশা।


রবি কবি, নজরুল, মাইকেল, বিশ্ববন্দিত যারা
সেই ধারার মানুষগুলো আজ
কেন সকল বিবেক-বুদ্ধি হারা?


জাগো বাঙালি জাগো আবার
সমাজের দুর্বৃত্তদের সরিয়ে দিয়ে
একটা মহারেনেসাঁস করার।


২৯ শে  জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১৩/০৬/২০২২,
সোমবার বেলা ১০:৫২। ১৭৩২, ০৭/০৭/২০২২।