বঙ্গভঙ্গ করেও বাঙালি
উড়ায়  বিজয় নিশান;
মায়ের দেহ খণ্ডিত করে
বাজায় কোন বিষাণ।


আশীর্বাদী ফুল যে ওদের
নয় কোনোকালেই প্রাপ্যব্য;
বিবেকহীন স্বার্থপর ওরা
ঘৃণিত বস্তু বলেই দ্রষ্টব্য।


নিজের দেশ-বিদেশ হয়
এমন বিচার যে মেনে নেয়;
স্বার্থপর ক্ষমতালিপ্সু ওরা
তাদেরকে সবাই পাগল কয়।


পাগলের স্থান ওই গরাদে
চার দেয়ালের অন্ধকারে;
বাঙালি জাতির লজ্জা ওরা
মুখ দেখাবে কেমন করে?


৫ ই আষাঢ়, ১৪২৯,
ইং ২০/০৬/২০২২,
সোমবার বেলা ১১: ২৪। ১৭৪৭, ২২/০৭/২০২২।