দুঃখের দিনে হৃদয় জুড়ে
যে জন থাকে বসে;
যায় না ভোলা প্রাণ খোলা
থাকে সুখে-দুখে হেসে।


সুখের দিনে শুধুই থাকে
ওই দুঃখের দিনে নয়;
বলতে পারো কেমন করে
তাঁরা বন্ধু মোদের হয়?


বন্ধু বাঁধা হৃদয়ে আমার
যায় না ছেড়া তাকে;
সন্তান যেমন ভালোবাসে
তাঁর জন্মদাত্রী মাকে।


নাড়ির বন্ধন প্রাণের বন্ধন
ওই বন্ধন সেটা মনের;
ফেলে দেবে, কুড়িয়ে নেবে,
নয় যে এটা ধনের।


১৮ ই  শ্রাবণ, ১৪২৯,
ইং  ০৪/০৮/২০২২,
বৃহস্পতিবার বেলা ১১:০৬। ১৭৬৪, ০৮/০৮/২০২২।