অন্তরের সত্য অন্তরে আছে
বাইরে মিথ্যার অভিনয়;
দেশ জুড়ে তাই তো দেখি
এটাই জনগণের ভয়।


মহান সাজে ঘোড়ায় চড়ে
নানান পোষাক পরে;
ভুলাতে চায়  জগৎটাকে
ছলনার আশ্রয় করে।


ওরা যাহা নয় তাহা বলে
অজ্ঞতা তার প্রমাণ;
সত্য যখন সম্মুখে আসে
নানান কথা বোনান।


নীরব থাকে ঐ কেন্দ্র-রাজ্য
নিরব সাঙ্গোপাঙ্গ;
কাউকে কিছু বলতে গিয়ে
করে কত রঙ্গ।


দেশ জাতী গোল্লায় যাক
তাতে ওদের কি?
রাম হনুমান মাথায় আছে
ঐ কাটমানিটাই ফি।


চোরের সাক্ষী মাতাল হয়
ভালরা থাকে দূরে;
আসলে পরে কালবৈশাখী
ধাক্কা মারে জোরে।


টালমাটাল সবাই কাঁপে
বাঁচার উপায় নাই;
সময় থাকতে ধরলে হাল
মিলতে পারে ঠাঁই।


৩০শে বৈশাখ,১৪৩০,
ইং  ১৪/০৫/২০২৩,
রবিবার রাত ৯:২৬। ২০১৪, ২১/০৫/২০২৩।