বাল্যবিবাহ কঠিন প্রবাহ
ভাঙতে হবে সব;
পূর্ণ জীবনে পূর্ণ আনন্দ
ওই উঠুক কলরব।


শৈশব কৈশোর আনন্দের ঘর
দিও না ভেঙে কেউ;
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
উঠুক প্রাণের ঢেউ।


চলে গেলে আনন্দের সময়
ফিরবে না আর তাহা;
স্মৃতির পাতায় থাকবে দুঃখ
বলবে শুধুই আহা!


অতীত পানে তাকাবে না আর
হবে নিরানন্দই কারণ;
ভবিষ্যৎ তাঁর ঝাপসা হবে
তাই বাল্যবিবাহ বারণ।


পেলে স্বচ্ছ প্রাণের অতীত
হয় আনন্দের বর্তমান;
সুন্দর জীবন হবেই তাঁহার
এটাই ভবিষ্যতের মান।


বৈপ্লবিক চেতনার বহিঃপ্রকাশ
ঘটলো কবির সত্তায়
এটাই হোক এই সমাজের
মনের কঠিন প্রত্যয়।


৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং  ২১/০৫/২০২৩,
রবিবার বেলা ১১:৪২। ২০১৭, ২৪/০৫/২০২৩।


প্রিয় কবি বন্ধু মুস্তাফা কামাল সরকারের নামে উৎসর্গ করলাম আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।