ওই বাকযুদ্ধ বড়ই সহজ
সম্মুখ যুদ্ধ কঠিন;
আর সত্যটাকে মিথ্যা বলা
দীনের থেকে দীন।


মুখে কথা না বলে
কে করছে কাজ?
ব্যক্তি স্বার্থে আমরা সবাই
ঝেড়ে ফেলি লাজ।


সত্য বললে এই জগতে
আপন পর হয়;
পরের মাথায় কাঁঠাল ভেঙে
কি আনন্দ পায়?


ভেড়া ছাগল মানুষ করতে
ধৈর্যের প্রয়োজন;
ধৈর্যের বাঁধ কাঁদের ভাঙ্গে
এ কোন মনন?


ছাগল ভেড়া মানুষ হতে
অনেক অনেক বাকী?
ভেড়ার দলে থেকে আমরা
মানুষকে দেই ফাঁকি।


নিজেদেরকে হীন মনে করা
সুস্থ মানসিকতা নয়;
মনের কাছে করলে প্রশ্ন
হবে সত্যের জয়।


সত্য আমার, সত্য তোমার
সত্যে জগত সৃষ্টি;
সত্যের মধ্যে থেকে মোদের
একি অনাসৃষ্টি?


৩ রা আষাঢ়, ১৪২৯,
ইং ১৮/০৬/২০২২,
শনিবার বেলা ১১:৩৩। ১৭৩৮, ১৩/০৭/২০২২।