Negative-Positive সমান অক্ষর
Failure-Success ও তাই;
Masjid-Temple-Church,
Quran-Bible-Geeta,
তবে আমরা কোথায় যাই?


Right-Wrong, Below-Above
সমান অক্ষর বয়;
Anger-Happy, Life-Dead
মানুষের মন পারে নাই করতে জয়।


Rich-Poor, Hate-Love
Pass-Fail, Joy-Cry
বিপরীত শব্দ সবাই সমান অক্ষর ধরে
তবে মানুষে মানুষে এত বিভেদ
এলো কেমন করে?


একই চন্দ্র, একই সূর্য্য ,
একই আকাশ তলে;
ভাইয়ে ভাইয়ে শত্রু হলাম
এই ধরণী মার কোলে।


প্রকৃতি যে শেখায় মোদের
আমরা আপনজন;
ব্যক্তি স্বার্থে শত্রুতা আসে
পর হয় যে আপন।


এসো সবাই মিলেমিশে
এবার একটু ভাবি
এমন অভিন্ন চিত্র রূপ
এ কোন চেতনার ছবি?


ওই ধনতন্ত্রই বিভেদের মূল
বলেনা- সাম্যবাদের কথা;
তবে কেন বাঁচিয়ে রাখবো
মানুষের যন্ত্রণা র্ঐ ব্যথা?


দেখো ইসরায়েল, প্যালেস্তাইন,
ইউক্রেন, রাশিয়ায়
চলছে মানুষের মৃত্যু মিছিল;
আমেরিকা, ন্যাটো চীন জাপান কোরিয়া
ভারত পাকিস্তান বাংলাদেশ, আফগানিস্তান,
মানুষের জন্য কাঁদে কি এদের দিল?


পাষাণ শাসকের সংখ্যা কিঞ্চিত
পৃথিবীর মানুষের তুলনায়;
তবে এই মানুষ কেন হেরে যাবে
ওদের স্বার্থের তাড়নায়?


২৯শে আশ্বিন,১৪৩০,
ইং ১৭/১০/২০২৩,
মঙ্গলবার বেলা ১০:৫২। ২১৬১, ১৯/১৭২, ১৮/১০/২০২৩।


(শব্দ চেতনা সৌমেন বন্দ্যোপাধ্যায়)