নানান মুনির নানা মত
জ্ঞানের সীমা নাই;
কভু বোধ্য কভু দুর্বোধ্য
মিলবে কোথা ঠাঁই?


ছুটছি পিছে সেকি মিছে
এ মরুর মরুচিকা?
অনন্ত এই পথের মাঝে
ছিঁড়তে পারে ছিকা।


এগিয়ে যাওয়া, তাই ধর্ম
কর্মের ফল পরে;
ঐ জ্ঞান গর্বের মানুষজন
এমন জীবন গড়ে।


জ্ঞানী গুণী দেখায় দিশা
পথটা কেমন হবে;
ওই নির্দেশিত পথে চলেই
মিলবে অভীষ্ট তবে।


সাক্ষ্য প্রমাণ বইয়ে আছে
বই পড়তে হবে;
পড়লে পরে মিলতে পারে
সঠিক দিশা তবে।


অতলান্ত জ্ঞানের ভান্ডার
ক্ষুদ্র আমরা জীব;
সময় কালে বাঁধা আমরা
ঘেরা ছোট্ট দ্বীপ।


২৪ শে মাঘ, ১৪২৯,
ইং  ০৮/০২/২০২৩,
বুধবার দুপুর ১:২৫। ১৯১৪, ১০/০২/২০২৩।