গাছে গাছে পাখীরা,
          কন্ঠে কন্ঠে গান;
কাননে ফোটে ফুল,
        শুনি অলির গুঞ্জন।


নদীতে নৌকা চলে,
        জেলে ধরে মাছ,
গাংচিল উড়ে যায়,
        সাথে বেলে হাঁস।


নদীতে স্নান করে,
        বুড়া যুবা সবে;
ছোটরা সাঁতার কাটে,
        দৃশ্য মনে রবে।


এ বর্তমান চলে যাবে,
       অতীতের খাতায়;
চির ভাস্বর হয়ে রবে,
      ঐ স্মৃতির পাতায়।