জগত সংসার, আপন পর
গড়ছে না কেউ ভাঙছে ঘর।
সাপ নেউলের এই যে খেলা
দেখছি আমরা সারা বেলা।


দেখেও তো শিখি না কিছু
ছুটি স্বার্থপরের পিছু পিছু।
যুগের হাওয়া লাগছে গায়
মাটির পরশ পায় না পায়।


ইট, পাথর, বালির খেলা
হৃদয়হীনদের দেখছি মেলা।
সবুজ হারা জগতটা যে
ব্যক্তিস্বার্থে লাগায় কাজে।


তাই বিভেদ আর হানাহানি
দেখি ভালো-মন্দের টানাটানি।
যখন মিলেমিশে কাজের সময়
তখন বিভেদ কেন এসে যায়?


এটাই কি ধ্বংসের সংকেত?
বাঁচাতে গেলে কে মারবে বেত?
সেই আদিম যুগের গুরু নাই
হারিয়ে গেছে প্রকৃত শিক্ষাটাই।


এই মাটির সাথে মিলেমিশে
অ আ ক খ শিখতাম তালপাতাতে।
কাঠ কয়লার কালি করে
কঞ্চির কলমে শেখাতো হাতে ধরে।


কাঠ কয়লা কঞ্চির কলম
আর যে নাই;
শার্ট প্যান্ট আর বুট
সাথে পড়ছে ঐ যে টাই।


সাহেব সেজে বিদেশি হয়ে
দেশের পোশাক ভুলছি তাই;
এই জন্মভূমি দেশের মাটি
তাইতো প্রাণে পায় না ঠাঁই।


যারা সবাই একটু বোঝে
যদি না লাগে এই সমাজের কাজে;
ধ্বংস হবে এই জীবজগতটা
অমানুষেরা ছড়ি ঘোরাবে মানব রাজে।


২৬ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১০/০৬/২০২২,
শুক্রবার বেলা ১০:২৫। ১৭২৫, ৩০/০৬/২০২২।