যে সাগরের কুল আছে
যায় তাহারে পাড়ি দেওয়া;
অনন্ত এই জীবন সাগর
বড়ই কঠিন দেওয়া নেওয়া।


ক্ষণিক তরে আলো থাকে
আবার তাহা যায় মিলিয়ে;
আঁধার পথে চলতে হবে
ওই ধনসম্পদ সব বিলিয়ে।


কেউ রবে না তোমার পাশে
তাই চোখের জলে বক্ষ ভাসে;
ওই অনন্ত যে অনন্তই শুধু
তবু থাকতে হয়  আশার আশে।


২৫ শে মাঘ, ১৪২৯,
ইং  ০৯/০২/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১১:০৬। ১৯১৭, ১৩/০২/২০২৩।