আমরা যদি পারি চলতে
ওই ভ্রাতৃত্ববোধ নিয়ে;
মানব সমাজ বাঁচান যাবে
প্রেমের বন্ধন দিয়ে।


হিংসা ঘৃণায় প্রেম থাকেনা
ধ্বংসের অনুকরণ;
চেতন বোধের মানুষ যারা
করে না তা বরণ।


অন্যের ক্ষতি করে যারা
দেখো একবার চেয়ে;
সুখে তারা থাকে না কভু
মরে দুঃখের বোঝাবয়ে।


প্রশ্ন আসে হয়তো মনে
অন্যায় যারা করে;
কোথায় শাস্তি হয় তাঁদের
ন্যায়ের পথ ধরে?


ধৈর্য ধরে দেখলে পরে
বুঝতে পারবে তুমি;
পাপের শাস্তি কেমন করে
যায় তাঁহারে চুমি।


২৪শে জ্যৈষ্ঠ,১৪৩০,
ইং ০৮/০৬/২০২৩,
বৃহস্পতিবার রাত ৯:৫৩। ২০৩৪, ১০/০৬/২০২৩।