আমি পথ খুঁজি আশ্রয় যাচি,
      নিরুদ্দেশ্যের পথে আমি ধাই;
জন্মের পরে শুধুই ছুটে চলা,
       কিছু পাই কিংবা না পাই।


কোথায় ছিলাম, কোথায় এলাম,
            মায়ার বন্ধন ছিড়ে;
শৈশব, কৈশোর, যৌবন আজ,
           জড়াকে রেখেছে ঘিরে।


তারপর কোথা? লাগে প্রানে ব্যথা,
              চলার শক্তি নাই;
সেই শৈশব, কৈশোর, যৌবন এসে,
              স্বপ্নে নিয়েছে ঠাই।


অতীতকে নিয়েই সবার বর্তমান,
            রয়েছে স্বপ্নের ঘোরে;
সেই স্মৃতিটুকুই শুধু পরানে বধূর,
            আনন্দে রেখেছে ধরে।


চারিপাশে ক্রমে ধূসর হবে,
            সন্ধ্যা আসিবে নেমে;
গোধূলি লগনের আলোর সজ্জা,
           আঁধারে নামিবে ক্রমে।


১৭ই শ্রাবণ, ১৪২৪,
ইং ০৩/০৮/২০১৭,