আমার মায়ের মুখের কথা
বলি যারে আমার মাতৃভাষা;
প্রাণের আবেগে বলি আমি
জাগায় মনে কত আশা।


সেই ভাষা লিখতে গিয়ে
শিখলাম অ-আ-ক-খ বর্ণমালা;
রূপের বাহার এমন তাহার
এই জগতে ভাষার আলা।


সে মধুর থেকে মধুর তর
সেই স্বীকৃতিটা জগত দিল;
আমার মাতৃভাষার মুক্তির দিন
সকল ভাষার দিবস হলো।


আমার ভাইয়ের রক্তের ঋণ
শুধবো স্মরণ করে সেই দিন।
বিশ্বজুড়ে সবাই শ্রদ্ধা করে
সবার মাতৃভাষার দিবস বলে।


২৯শে ফাল্গুন,১৪২৯,
ইং ১৪/০৩/২০২৩,
মঙ্গলবার বিকেল ৪:২২। ১৯৪৮, ১৬/০৩/২০২৩।