মরাও হব ফসিল
এই অন্ধকার ঘরে;
ওই আলোহীন বিষন্নতা
চেতনাকে ধীরে ধীরে মারে।


কি করেছি আমরা সবাই
জগতের কথা ভেবে?
অন্ধকারে আরও ঘন অন্ধকারে
নিজেরে রেখেছি ঢেকে।


জীবাশ্ম হওয়া ছাড়া পথ নাই
নাই কোন দিশা;
আলো মিলায়ে যাবে অন্ধকারে
ঢাকিবে আঁধারে নিশা।


মরেও মরে না যাঁরা
জানি প্রতিবাদী তাঁরা;
ওই আগুনে পুঁড়িলেও
থাকে সমুজ্জ্বল ওরা।


ন্যায়-অন্যায়, সত্য মিথ্যা,
এই যে অস্তিত্বের লড়াই
কেউ থাকে অন্ধকারে বসে
কেউ এসে আলোতে দাঁড়াই।


১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ৩১/০৫/২০২৩,
বুধবার সকাল ১১:২৪।২০২৭, ০২/০৬/২০২৩।