হিন্দু, বৌদ্ধ, মুসলিম ,খৃষ্টান,
ধর্ম-মতের একটা খেলা;
আমরা সবাই মিলেছি হেথা
স্বর্গীয় এক মিলন মেলা।


যদি পারতাম মিলতে সবাই
আপন পর সব ভুলে;
অনন্য কীর্তি হয়তো হতো
আত্মার বন্ধনের দোহাই তুলে।


কেউ বলে মা, কেউ বলি আম্মা,
জন্মদাত্রির পার্থক্য কোথায়?
খ্রিষ্টান মায়ের বক্ষ সুধায়
হিন্দু মুসলিম বড় হয়।


এমন গল্প ছড়িয়ে ছিটিয়ে
চোখের আড়ালে মিলিয়ে যায়;
ওই সন্তান তাঁর বড় হলে
ধর্ম জাতের থাকে কি দায়?


মুচির ঘরে ব্রাহ্মণের ছেলে
যদি সন্তান বাৎসল্যে বড় হয়;
খৃস্টান কন্যা বিয়ে করলে
তাঁদের সন্তান কি জন্তু হয়?


ভাবতে বলি এই সমাজকে
ওই একটু ভাবনা ভাবোনা;
ধর্মজাতের পার্থক্যটা ঘুচিয়ে দিয়ে
মানুষ হয়ে বাঁচো না।


মানুষ নামের একটা জাতি
সাদা কালো অনেক হয়;
বর্ণে বর্ণে কেন হানাহানি?
কৈফিয়ৎটা আজ মানুষ চায়।


২৬শে আষাঢ়, ১৪২৯,
ইং ১১/০৭/২০২২,
সোমবার রাত ১১:২৪। ১৭৬২, ০৬/০৮/২০২২।