অজানার কাছে হাত পেতে চাই
ভালো রেখো তুমি মোরে;
সত্যিই কি আমরা পেতে পারি কিছু
ওই অপরিচিতের কাছে চেয়ে?


ওই আঁধারের কাছে আঁধারই মেলে
কভু আলো তো মেলে না;
কষ্টের দিনে একান্তে ডেকেছে মানুষ
তবু সাড়া তো দিল না।


সেই আদি থেকে এই অবধি
মানুষ খুঁজিছে হন্যে হয়ে;
আজও কেহ পায় নাই তাঁরে
তবু রেখেছে আবেগে ধরে।


এই চির সনাতন প্রকৃতির ধরন
শুধু তাঁরেই আপন মানি;
জন্মের পরে রেখেছে কোলে করে
প্রকৃতি জননী জন্মভূমি।


যারা চারিপাশে মিলেমিশে আছে
চাই কেবল তাঁদের কাছে;
দয়া করো তোমরা অসহায় আমি
তবেই আমার জীবন বাঁচে।


২৫শে ফাল্গুন,১৪২৯,
ইং ১০/০৩/২০২৩,
শুক্রবার বেলা ১১:০৬। ১৯৪৪,  ১২/০৩/২০২৩।